পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সীমান্তবর্তী কয়েকটি জেলায় লকডাউনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে- উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন- চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়র; উনাদের বলে দেওয়া আছে- যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয় সেক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা করে দিতে পারবেন। ইতোমধ্যে সব নির্দেশনা দেওয়া আছে। ক্লিয়ার নির্দেশনা দেওয়া আছে। এর জন্য কোনো অসুবিধা হবে না।’
সচিব বলেন, ‘আমরা আরও বিভিন্ন জেলায় বলে দিয়েছি, যদি মনে হয় পুরো জেলায় না দিয়ে ওই বর্ডার এলাকা লকডাউন দিলেই হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। যেভাবে উনারা সাজেশন দেবেন…।’
তিনি আরও বলেন, ‘এতো দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এ সময়ে যদি পুরোপুরি লকডাউন তখন কী হবে, এগুলো বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই…।’