৬ মাস পর মায়ের কোল ফিরে পেল অপহৃত শিশু ফারহান

নগরের স্টেশন রোডের রেলওয়ে কলোনী এলাকায় আদর করার ছলে মা তসলিমা ঝর্ণার কোল থেকে শিশু ফারহানকে নিয়ে চম্পট দেয় পূর্ব পরিচিত সুলতানা বেগম। অনেক খোঁজাখুজির পর উপায়ন্তর না দেখে কোতোয়ালী থানায় অভিযোগ করেন ফারহানের মা।

- Advertisement -

এরপর কেটে গেছে প্রায় ৬ মাস। চলতে থাকে পুলিশের তদন্ত। অবশেষে সিলেট কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ জেলার বাহুবল থেকে উদ্ধার করা হয় শিশু ফারহানকে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১ জুন) কোতোয়ালী থানা পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ আরো জানায়, গত বছরের ১২ ডিসেম্বর সুলতানা কৌশলে ফারহানকে অপহরণ করে নিয়ে যায়। শিশু ফারহানকে মাত্র ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করার চেষ্টাও করে। এর মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত হয় আট মাস বয়সী শিশু ফারহানের অবস্থান।  শেষ পর্যন্ত পুলিশের অভিযানে মায়ের স্নেহের কোল ফিরে পায় শিশু ফারহান। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় সুলতানা বেগম সুমি ও মো. ইসমাইল নামে আরো এক আসামিকে।

- Advertisement -islamibank

তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM