করোনায় ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দেশে শনিবার (৫ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত‌্যু হয়েছে, যা গত তিন সপ্তাহের মধ‌্যে সর্বোচ্চ। এর আগে গত ৯ মে ৫৬ জনের মৃত‌্যু হয়।

- Advertisement -

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত ১২ হাজার ৮০১ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন।

- Advertisement -google news follower

৪ জুন সকাল ৮টা থেকে ৫ জুন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩১৪ বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

- Advertisement -islamibank

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪১। সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM