দেশে দৈনিক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত বৃদ্ধির সঙ্গে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৭০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
অপরদিকে এই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৭ শতাংশ। গত ৪১ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার।
সোমবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার করোনাভাইরাসে সংক্রমিত ৩৮ জনের মৃত্যু হয়। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৭৬ জনের।
দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৬৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। গত ৪১ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার।