বাংলাদেশিদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য তিনটি দেশ হলো পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

- Advertisement -

তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

- Advertisement -google news follower

ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দেশটির অনলাইন খালিজ টাইমস।

বিমান সংস্থাটি বলেছে, এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। যেসব মানুষ গত ১৪ দিনের মধ্যে এসব দেশ সফর করছেন তারাও আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন না।

- Advertisement -islamibank

ইতিহাদ বলেছে, যদি কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকেন, তাহলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচচ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

অন্যদিকে সোমবার স্থানীয় সময় ৫টা নাগাদ দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত সময় বর্ধিত করে কোনো নোটিশ দেয়নি। বিমান সংস্থাটির ওয়েবসাইটে তখনো বলা হচ্ছিল- বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের যাত্রী আনা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM