সীতাকুণ্ডে সোহেল হত্যার প্রধান দুই আসামি আটক

সীতাকুণ্ডের চাঞ্চ্ল্যকর কুরবান আলী সোহেল হত্যার প্রধান আসামি মো. আবু জাফর (৩৪) ও সহযোগী মো. সাহাব উদ্দিনকে (৩৫) আটক করেছে র‌্যাব।

- Advertisement -

আটক আবু জাফর উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকার  আবুল মনসুর ছেলে এবং একই এলাকার নুরুজ্জামান ছেলে মো সাহাব উদ্দিন।

- Advertisement -google news follower

গতকাল বুধবার  রাতে দক্ষিণ পতেঙ্গার খেজুরতলা থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার (১৭ জুন) র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা খেজুরতলা অভিযান চালিয়ে এ হত্যা মামলার দুই আসামিকে আটক করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, আবু জাফরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা এবং  মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন এলাকায় চাঞ্চল্যকর কুরবান আলী সোহেল হত্যার ঘটনায় তার পিতা মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM