বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

করোনা সংক্রমণ রোধে ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে দেশটি। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

- Advertisement -

করোনার ভারতীয় ধরন মোকাবেলায় গত এপ্রিলের শেষে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গত ৩০ মে পর্যন্ত। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়।

- Advertisement -google news follower

এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সেদেশে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত বছরের অক্টোবর মাসে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM