করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সব ধরনের দোকানপাট রাত ৮টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার (২২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসনের সভা কক্ষে কোভিড-১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফটিকছড়ি উপজেলা লকডাউন
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নগরে রাত ৮টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
যানবাহনে অধিক ভাড়া বন্ধ ও রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা। যে কোনও ধরনের সভা-সমাবেশ বন্ধ। জেলায় কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবানসহ সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।