বরগুনার পাথরঘাটা উপজেলায় সাড়ে চার কেজি ওজনের আম উৎপাদন করে সাড়া ফেলেছেন আসাদুজ্জামান রাসেল।
সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ আসছে রাসেলের আয়াতুল্লা এগ্রিকালচার ফার্ম দেখতে। পাশাপাশি গাছেরদ থাকায় অবস্থাতেই ফল কিনে নিচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের ফলের মধ্যে তিন, পাচিমন, আলুবোখারা, করোছল, মৌবাতামী, ড্রাগন, মাল্টা, পেয়ারা অনেক বেশি নজরকাড়া। যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় যুবকরা।
রাসেল মিয়া জানান, পড়ালেখা শেষে শুরু করেন কৃষিকাজ। নিজেদের ১৮ বিঘা জমিতে প্রথম ড্রাগন চাষ করে লাভের মুখ দেখেন। পরে ভিয়েতনাম থেকে কিনে আনেন ৮টি বিভিন্ন জাতের আম গাছ। গাছগুলো রোপণের পরই ফলন বাড়তে থাকে। এখন প্রতিটি আমের ওজন সাড়ে ৪ কেজির বেশি। ফজলি আমের গাছগুলো ছোট হলেও প্রতিটি গাছে ৩০ থেকে ৪০টি আম হয়েছে।
জয়নিউজ/পিডি