শিশুবান্ধব রাষ্ট্র গঠনে সরকার আন্তরিক : মেয়র

শিশুবান্ধব রাষ্ট্র গঠনে সরকার আন্তরিক উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি শিশুবান্ধব রাষ্ট্রগঠনের লক্ষ্যে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

- Advertisement -

সোমবার (৮ অক্টোবর) সকালে নগরভবন সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর অবহিতকরণ সভায় প্র্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, বাংলাদেশে এখনও শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং শিশু অধিকার আইন লংঘিত হচ্ছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। এমনকি অনেক ক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন রকমের ঝুকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করছে।

সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক ও চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর প্রজেক্ট ম্যানেজার চৌধুরী মোহাইমিন, সাংবাদিক ইফতেখারুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, ইমাম, পুলিশ, আনসার ভিডিপি, শিক্ষক, এনজিও, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউনিসেফ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/কাউছার/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM