নগরের খুলশী ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দোকানিকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (২৮ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অভিযানকালে খুলশী ও চকবাজার এলাকায় করোনা রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে মাস্কবিহীন লোকজনকে মাস্ক বিতরণ এবং জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।