করোনা সংক্রমণ রোধে মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কোনো আরোহী না নেওয়ার অনুরোধ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে এই নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়। এর আগে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশও (ডিএমপি) একই ধরণের নির্দেশনা প্রকাশ করে।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম।
তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে একাধিক আরোহী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। চলমান লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ারিং করছেন অথবা পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালক ছাড়া অন্যকোনো আরোহীকে নেওয়া যাবে না।