লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ না মানায় নগরের ১৬ থানা ও ট্রাফিক বিভাগ মিলে ১০টি মামলা ও ৪টি গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে নগরের প্রবেশপথসহ মোট ২০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী ব্যক্তিগত যানবাহন ও রিকশায় তল্লাশি অভিযান করে সিএমপি।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হাওয়ায় ট্রাফিক বিভাগ ৫টি মামলা করেছে। একইসময়ে ডবলমুরিং থানায় ৫টি মামলা হয়। এছাড়াও মোট ১০টি গাড়ি মামলা করা হয়েছে।
তিনি বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে গাড়ি নিয়ে বের হওয়ায় ট্রাফিক বিভাগ ৪টি গাড়ি আটক করেছে।