কোভ্যাক্স সুবিধার আওতায় আজ শুক্রবার (২ জুলাই) রাতেই দেশে আসছে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ১২ লাখ ডোজ টিকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিকার ফ্লাইটটি শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ৪৫ লাখ করোনা টিকা পাচ্ছে। যার মধ্যে আজ রাত সাড়ে ১১টায় মডার্নার ১২ লাখ টিকা দেশে পৌঁছাবে এবং রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১২ লাখ টিকা পৌঁছাবে।
পরদিন অর্থাৎ ৩ জুলাই মডার্নার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় পৌঁছাবে এবং ওইদিন ভোর পাঁচটায় সিনোফার্মের আরও নয় লাখ টিকা পৌঁছাবে। এই দুই টিকা (মডার্না এবং সিনোফার্ম) মিলে মোট ৪৫ লাখ টিকা পাবে বাংলাদেশ।
প্রসঙ্গত, কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মডার্নার এই ২৫ লাখ টিকা পাচ্ছে। আর সিনোফার্মের টিকা আসছে চীনের সঙ্গে কেনা চুক্তির আওতায়।