ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ফিলিপাইনে ৮৫ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৪ জুলাই) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

- Advertisement -

সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -google news follower

তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। আমরা হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করছি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।

- Advertisement -islamibank

দক্ষিণ ফিলিপাইনে সামরিক বাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে। সেখানে জঙ্গিগোষ্ঠীগুলো থেকে।অপহরণ, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় প্রতিনিয়তই।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM