চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে প্রতি সপ্তাহে জেলায় আক্রান্ত হচ্ছে প্রায় তিন হাজার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ৬১১ জন। এদিকে আক্রান্তের পাশাপাশি মৃত্যুতে উচ্চহার। এদিনও মারা গেছেন আরো ৪ জন।
বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল ল্যাব ও অ্যান্টিজেনসহ চট্টগ্রামের ১০ ল্যাবে এক হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ নমুনা পরীক্ষায় ৫৯ জন, ফৌজারহাট বিআইটিআইডি ল্যাবে ৪১৪ নমুনা ১৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৩ নমুনা পরীক্ষায় ৭৭ জন, অ্যান্টিজেন টেস্টে ২৬১ নমুনা পরীক্ষায় ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২১ নমুনা পরীক্ষায় ৫৬ জন, শেভরন ল্যাবে ১৪০ নমুনা পরীক্ষায় ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৫ জন, মেডিকেল সেন্টারে ৫১ নমুনা পরীক্ষায় ১৮ জন এবং এপিক হেলথ কেয়ারে ৭৬ নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৫ নমুনা পরীক্ষায় ২৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৩টি নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
এর মধ্যে ৪৬৫ জন নগরের এবং ১৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬২ হাজার ২০০ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট মৃত্যু ৭৩৫ জন।
জয়নিউজ/হিমেল/পিডি