চট্টগ্রামে রেলের তেল ও ব্যাটারি চুরির অভিযোগে ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এদের মধ্যে ৫ জন রেলওয়ের কর্মচারী।
শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২নং প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি বড় ব্যাটারি ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মো. জাবেদ হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. মামুন (২৫), মো. পারভেজ (২১), সুমন শীল (৩৫), মো. আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ বলেন, ৩৯টি ব্যাটারি চুরির দায়ে জাবেদ, আনোয়ার, মামুন ও পারভেজকে আটক করা হয়। এছাড়া ৫০০ লিটার তেল চুরির দায়ে সুমন, আমজাদ ও শহীদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।