চট্টগ্রামে করোনায় একদিনে মৃত্যুর হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু দাড়িয়েছে ১৪ জন। সেইসঙ্গে একইসময়ে আরো ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামের মোট ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে এদিন ২ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬২০ নমুনা পরীক্ষায় ১৭৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৭ নমুনা পরীক্ষায় ১৪২ জন, আরটিআরএল ল্যাবে ৪৯ নমুনা পরীক্ষায় ৩৬ জনে ও অ্যান্টিজেন টেস্টে ৬৬৮ নমুনা পরীক্ষায় ২২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি শেভরন ল্যাবে ২০৩ নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৯ নমুনা পরীক্ষায় ২১ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৬ জন এবং এপিক হেলথ কেয়ারে ৬৯ নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬ নমুনা পরীক্ষায় ৩ জনেরর করোনা পজেটিভ হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৪১৬ এবং ২৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি