ঈদের আগে সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন, খুলছে দোকানপাট

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার চিন্তাভাবনা করছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে।

- Advertisement -

সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গণপরিবহন এবং শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তাভাবনা রয়েছে।

এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি। সন্ধ্যা নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM