করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিল হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে থেকে বসছে কোরবানির পশুর হাট । নগরে এবার তিনটি স্থায়ী বাজারসহ ৬টি হাট বসবে। ইতোমধ্যেই নগরের হাটগুলোতে গরু আসতে শুরু করেছে।
সাগরিকার পশুর বাজারে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে। এরমধ্যে সবার নজর কুমিল্লা থেকে আসা একটি গরু বিগ বস’র দিকে। হাটে যারাই আসছেন একবার হলেও দেখে যাচ্ছেন বিগ বসকে। নামে যেমন বিগ বস, দামেও তাই সবার উপরে। হাটে গরুটির ব্যাপারী শাহজাহান চৌধুরী দাম হাঁকিয়েছেন ২০ লাখ টাকা।
তিনি বলেন, প্রাকৃতিকভাবে গরুটি লালন পালন করা হয়েছে। প্রতিদিন দুই বেলায় ১৭ থেকে ১৮ কেজি ছোলা, ভুট্টা, সয়াবিন, মটর, কলা, সবুজ ঘাস ও ভুসি খাওয়ানো হয়। তাই যে কিনবেন তাঁর কোনো ঝক্কিও পোহাতে হবে না।
জয়নিউজ/পিডি