বাচট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসের ১ম মৃত্যুবার্ষিকীতে হত্যা মামলার রায় ঘোষণা ও মূল হোতাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে স্মরণসভা ও বিক্ষোভ মঙ্গলবার (৯ অক্টোবর) মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক কেন্দ্রীয় নেতা শওকত হোসাঈন, ফারহান আহম্মেদ, মহিউদ্দিন শাহ, সাবেক ছাত্রলীগ নেতা মাঈনুল হক লিমন, তারেক হায়দার বাবু, মো. নাছির উদ্দীন, রফিকুল মান্নান জুয়েল, শিবু প্রসাদ সাহা, লিটন মহাজন, মোসলেহ উদ্দিন শিবলী, সাইফুল আনসারী, আজিজুর রহমান আজিজ, আবদুর রহমান জিল্লু, আশিকুননবী চৌধুরী, মেজবাহ উদ্দিন মোর্শেদ, রাজীব হাসান রাজন, রাজেশ বড়ুয়া, আবদুর রহিম শামীম, হুমায়ূন কবির হিমু, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, রুমেল বড়ুয়া রাহুল, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, সৌমেন বড়ুয়া, রনি মির্জা, ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, আরফানুল আলম জিকু, হাসানুল আলম সবুজ, কবির আহমেদ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, শাহরিয়ার হাসান, আবদুল হালিম মিতু, শাহাদাত হোসেন বুলু, ফরহাদ আনোয়ার তপু, এহসানুল কবির ববি, কাউসার মো. রাজু, নাদিম উদ্দিন, জিয়াউল হক জিয়া, মোস্তফা কামাল, ফরহাদ সায়েম, জাকারিয়া হাবিব জাবির, মিজানুর রহমান মিজান, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, ইকবাল হোসেন নয়ন, ফখরুল ইসলাম, ফয়সাল অভি, ইসমাইল হোসেন বাতেন, জুয়েল, বিকাশ দাশ, মাহমুদুল করিম, সুভাষ মল্লিক সবুজ, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামের মাটিতে অন্যায়, অত্যাচার, জুলুম ও হত্যা মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে এসব অপকর্ম যদি বন্ধ না হয়, তাহলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ অন্যায়কারীদের কঠোর হস্তে প্রতিহত করবে।
জয়নিউজ/আরসি