চট্টগ্রামে করোনায় উর্ধ্বগতিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১০ জন।
বৃজস্পতিবার (১৫ জুলায়) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৪২১টি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৪২ নমুনা পরীক্ষায় ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩ নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০নমুনা পরীক্ষায় ২০জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।
বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ নমুনা পরীক্ষায় ২৭ জন, অ্যান্টিজেন টেস্টে ১০৭৭ নমুনা পরীক্ষায় ৩২৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪ নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ২০ নমুনা পরীক্ষায় ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ নমুনা পরীক্ষায় ৪২ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ নমুনা পরীক্ষায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন নগরের এবং ২৯৪ জন বিভিন্ন উপজেলার রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি