শীর্ষ জঙ্গি আসাদের ফাঁসি কার্যকর

জেএমবির শীর্ষ জঙ্গি আসাদুজ্জামান ওরফে পনির ওরফে আসাদের (২৯) ফাঁসি কার্যকর হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

- Advertisement -google news follower

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন আসাদুজ্জামান। ওই হামলায় আটজনের মৃত্যু এবং অনেকে আহত হয়েছিলেন। এ ছাড়া তিনি নেত্রকোনা থানার বিস্ফোরক দ্রব্য আইনে ২০০৫ সালের ৭ ডিসেম্বরের একটি ২০ বছরের ঢাকার কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার রাধাকানাই গ্রামের ফজলুল হকের ছেলে।

- Advertisement -islamibank

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, রাত ১১টায় জল্লাদ শাহজাহান লিভারে টান দিয়ে আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করেন। গাজীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নাছরিন পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আশিফ রহমান ইভান এ সময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM