চট্টগ্রামে করোনা: একদিনে আরো ৯ মৃত্যু, আক্রান্ত ৮০২

চট্টগ্রামে প্রতিদিন উচ্চহারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৮০২ জনের । এদিনও মারা গেছেন ৯ জন।

- Advertisement -

শুক্রবার (১৬ জুলায়) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪৭টি।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ নমুনা পরীক্ষায় ৮০ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৭৮ নমুনা পরীক্ষায় ১২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯৯ নমুনাপরীক্ষায় ৬৬ জন,  চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ নমুনা পরীক্ষায় ৯০ জন,

এদিকে, অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬৯ নমুনা পরীক্ষায় ৩৫১ জন, শেভরনে ২৭০ নমুনা পরীক্ষায় ৬৫ জন এবং মেডিকেল সেন্টারে ৪৩ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

- Advertisement -islamibank

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে একজনের করোনা রোগী শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৫২ জন নগর এলাকার এবং ৩৫০ জন উপজেলা এলাকার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM