চট্টগ্রামে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচজন মারা গেছেন। একইসময়ে শনাক্ত হয়েছেন ৬০০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ।

- Advertisement -

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৯ হাজার ৯৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮২৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪৭ জন নগরের। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৫৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন শহরের ও দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৫৪৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ৯ ব্যক্তির মৃত্যু হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM