রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

তিনি মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের একথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার চাই। আমি নিজে এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণশক্তি চলে গেছে। আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। কাজেই দেশে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি।

তিনি বলেন, তখন ক্ষমতায় ছিল বিএনপি। সবাই জানে এর মাস্টার মাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। তারপরও আমরা রায়ের আগে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায়বিচার প্রত্যাশা করি আদালতে।

- Advertisement -islamibank

সেতুমন্ত্রী বলেন, রায় নিয়ে বিএনপি যদি কোনো সমস্যা তৈরি করতে চায়, সহিংসতা-নাশকতা করতে চায়, তাতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এ সময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM