চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৬৫ জন। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।
সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, চট্টগ্রামের গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ৪৪০ নমুনা পরীক্ষায় ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫১ নমুনা পরীক্ষায় ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭২ নমুনা পরীক্ষায় ১১৭ জন, শেভরনে ২৫১ নমুনা পরীক্ষায় ৭৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ২৯ জন, মেডিকেল সেন্টারে ৬০ নমুনা পরীক্ষায় ৩২ জন এবং এপিক হেলথ কেয়ারে ১২২ নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়। এন্টিজেন টেস্টে ৮৬৪ নমুনা পরীক্ষায় ২৬৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা অস্বিস্ত মেলেনি।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৬৮ জন নগরের এবং ১৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি