‘কোটা কোনো করুণা নয়, কোটা আমাদের অধিকার’-এই স্লোগানে ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসী কোটা ৫ শতাংশ বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সংগঠনের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার আয়োজনে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন করা হয়।
মাপ্রু মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তথ্য ও প্রচার সম্পাদক চেংশিমং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মিং মিং, অর্থ সম্পাদক মেরিন বিকাশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রতিনিধি বিমল কান্তি ত্রিপুরা, সাথৈয়ং মারমা, নির্বাহী সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যফু মারমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকারি চাকরির ১ম ও ২য় শ্রেণিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।
জয়নিউজ/জাফর সবুজ