ওজন নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম চেম্বারে মতবিনিময়

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পণ্য পরিবহনে ওজন নিয়ন্ত্রণ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার (০১ আগস্ট) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় বক্তারা অসম প্রতিযোগিতা থেকে চট্টগ্রামকে বাঁচাতে সারাদেশে আন্তঃজেলা মহাসড়কগুলোতে একযোগে ওজন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে স্কেল স্থগিত রাখার দাবি জানান।

- Advertisement -google news follower

মতবিনিময়ের শুরুতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম শোকের মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তাঁর পরিবারবর্গ ও ৭১’র শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃদপিন্ড। ব্যবসায়ীরা না বাঁচলে দেশ বাঁচবে না এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে না। রপ্তানিতে ৬০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ ও এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং বিকল্প সেতু নির্মাণ দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে।

পরে চেম্বার সভাপতি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওজন নিয়ন্ত্রণের কারণে অত্র অঞ্চলের ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতা থেকে রক্ষায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে বিগত ৬ মাস ধরে বিভিন্ন সময় যেসব আলোচনা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এ প্রসঙ্গে চেম্বার সভাপতি জানান, আগামী ৯ আগস্ট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

- Advertisement -islamibank

চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ ও নুরুল আলম, প্রাইম মুভার ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ হারুন, চাক্তাই শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ, রাইস মিলস ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন, চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক জহুর আহাম্মদ, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স এসোসিয়েশন’র সভাপতি মাহবুব রানা, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাহাবউদ্দিন, ডাল মিল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন (মুহিম), চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতি মহানগর সভাপতি সালামত আলী, বিএসআরএম’র ইডি তপন সেনগুপ্ত, চট্টগ্রাম ট্রান্সপোর্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজম, মাঝিরঘাট সার পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি হারুনুর রশিদ, চিটাগাং চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম এবং জিপিএইচ ইস্পাত’র মিডিয়া এডভাইজর ওসমান গণি চৌধুরী বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় মোঃ জহুরুল আলম ও মোঃ আবদুল মান্নান সোহেল, এইচআরসি’র সিনিয়র পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, বিজিএপিএমইএ’র পরিচালক কেএইচ লতিফুর রহমান (আজিম)সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM