আজ থেকে ৪ দিন টিকা কার্যক্রম বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকা কার্যক্রম।

- Advertisement -

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি। এছাড়া ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

- Advertisement -google news follower

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

- Advertisement -islamibank

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকা কার্যক্রম চলবে। শনিবার থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হবে। এ কারণে টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এ ক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM