চট্টগ্রামে করোনা: একদিনে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৯০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।

- Advertisement -

বুধবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৮৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১ হাজার ১২০টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন, চমেক ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষায় করে ১০৩ জন, সিভাসু ল্যাবে ২৪৩টি নমুনার পরীক্ষায় ১০৫ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৪৪০টি নমুনার পরীক্ষায় ৬৭ জন, শেভরন ল্যাবে ৬৮৩টি নমুনার পরীক্ষায় ১০৯ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২টি নমুনার পরীক্ষায় ২০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ৮৫ জন,  অ্যান্টিজেন টেস্টে ১৫১টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনায় পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬১ জন এবং উপজেলায় ২২৯ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM