চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন এবং মারা গেছেন আরো ৬ জন।
শুক্রবার (২৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চমেক ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৮০টি নমুনা পরীক্ষায় ১৯৪ জন, সিভাসু ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন এবং ১৬৫টি অ্যান্টিজেন টেস্টে ৫৯ জনের করোনা পজেটিভ হয়েছে।
আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এদিন চবি ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাব ও এপিক হেলথ কেয়ার ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৩৭ জন এবং উপজেলায় ২১৪ জন রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি