জুরাছড়িতে বিপন্ন প্রজাতির লাজুক বানর উদ্ধার

রাঙামাটি জুরাছড়িতে লোকালয়ে চলে আসা একটি অতি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্বাস্থ্য বিভাগ।

- Advertisement -

রোববার (২৫ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, উপজেলার স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে  স্থানীয়রা বানরটি দেখতে পান। তখন শিশু-কিশোররা এটিকে ধরার চেষ্টা করে। পরে স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার মো. কামরুজ্জামান জুয়েল বানরটি উদ্ধার করে নিজ কক্ষে হেফাজতে রেখেছেন। লজ্জাবতী বানরটি ডান হাতে কিছুটা আঘাত পেয়েছে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা বলেন, লজ্জাবতী বানর একটি অতি বিপন্ন প্রাণি। এটি ‘লাজুক বানর’ হিসেবেও পরিচিত। আবার ‘বেঙ্গল স্লো লরিস’ নামেও ডাকা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকায় (আইইউসিএন) এটি লাল তালিকাভুক্ত প্রাণী।

- Advertisement -islamibank

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগান থেকে উদ্ধার লাজুক বানরটি নিরাপদে রয়েছে।  সেইসঙ্গে খাবারও প্রদান করা হচ্ছে।

জয়নিউজ/সুমন্ত/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM