টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণদের সরে যেতে মাইকিং

নগরে তিনদিন ধরে থেকে থেমে টানা বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে।

- Advertisement -

ইতোমধ্যে বুধবার পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ৯০টি পরিবারও বেশি পরিবারকে ৪টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবুও নগরে লালখানবাজার, আকবরশাহ ও বায়েজিদের জঙ্গল সলিমপুর এলাকায় এখনো বেশকিছু পরিবার ঝুঁকিতে বসবাস করছে জানা গেছে।

- Advertisement -google news follower

টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণদের সরে যেতে মাইকিং

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে নগরের এসব এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকদের সরে যেতে মাইকিং করেছে ফায়ার সার্ভিস।

- Advertisement -islamibank

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ জয়নিউজকে বলেন, টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। তাই নগরের বিভিন্ন এলাকার পাহাড়ে এখনো যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের সরে যেতে মাইকিং করছি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM