চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
নগর তো বটেই চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়ও বেড়েছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যের বিভিন্ন উপজেলার ৪ জন রযেছেন।
শুক্রবার (৩০ জুলাই)জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায় এদিন কক্সবাজার মেডিকেল ল্যাব ও চট্টগ্রামের ৩ হাজার ৯২৩ নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ নমুনা পরীক্ষায় ৯৩ জন,বিআইটিআইডি ল্যাবে ৮৫৭ নমুনা পরীক্ষায় ১৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৭ নমুনা পরীক্ষায় ১১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬৯ নমুনা পরীক্ষায় ১৪৪ জন, এন্টিজেন টেস্টে ৯০১ নমুনা পরীক্ষায় ৩২৮ জন করোনা রোগী শনাক্ত হয়।
এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ২৩৭ নমুনা পরীক্ষায় ১০৩ জন, শেভরনে ২২৩ নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৮ নমুনা পরীক্ষায় ৪৬ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৮ নমুনা পরীক্ষায় ৯ জন, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ২৫ জন ও এপিক হেলথ কেয়ারে ৬৮১ নমুনা পরীক্ষায় ৩৭৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা অস্তিত্ব পাওয়া যায়নি।
নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৫ জন নগরের এবং ৩৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/পিডি