রপ্তানিমুখী শিল্পকারখানা খুলছে ১ আগস্ট

আগামী রোববার (১ আগস্ট) থেকে খোলা থাকবে রপ্তানিমুখী সব শিল্পকারখানা।

- Advertisement -

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা আরােপিত বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে। উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এদিকে সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।

- Advertisement -islamibank

এর আগে ২৯ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব কল-কারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ২৪ ঘণ্টা পরেই এলো এ সিদ্ধান্ত।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM