সাকিব আল হাসানের এক ওভারে এসেছে ৩০ রান। পাঁচ ছক্কা হাঁকিয়েছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। মাহমুদউল্লাহ মানছেন, ওই ওভারেই ম্যাচ বের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সাকিবের প্রতি তার বিশ্বাস আগের মতোই দৃঢ়।
ক্যারিয়ারে অনেক ম্যাচ জেতানো সাকিব হয়তো প্রথমবার এমন পরিস্থিতির সামনে পড়েছেন। তাই অতীত মনে করিয়ে দিতেই কি-না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘আমরা সবাই জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার।’
অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের ৬ বলে ৫ ছক্কা হাঁকান ক্রিস্টিয়ান। আর তাতেই ম্যাচটি নিজেদের করে নেয় অজিরা। সাকিব বাজে বল করলেও মাহমুদউল্লাহর চোখে তিনি ‘চ্যাম্পিয়ন’। চতুর্থ টি-টোয়েন্টি হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলে গেছেন, ‘ক্রিস্টিয়ানো এক ওভারেই ম্যাচটি বের করে নিয়ে গেছেন, কিন্তু টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। আমরা সবাই জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা।
সফরকারীদের বিপক্ষে ৩ উইকেটে ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, আজকের (শনিবার) উইকেটই ব্যাটিং করার জন্য কঠিন ছিল। মাহমুদউল্লাহর বক্তব্য, ‘গত কয়েক ম্যাচের মধ্যে আজকের উইকেট ছিল সবচেয়ে কঠিন।’
চতুর্থ টি-টোয়েন্টিতে উইকেট মূল্যায়ন করতেও ভুল করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর স্বীকারোক্তি, ‘আমরা ঠিকমতো উইকেট মূল্যায়ন করতে পারিনি। এটি ছিল ১২০ রানের উইকেট। ব্যাটসম্যান হিসেবে আমাদের সতর্ক ও বিচক্ষণ হতে হবে। তারপরও বোলাররা ম্যাচ ১৯ ওভারে নিয়ে আসতে পেরেছে, কৃতিত্ব তাদের।’
মোস্তাফিজের ২ ওভার থাকলেও একেবারে শেষ দিকে এসে তাকে ব্যবহার করার কারণ ব্যাখ্যা করেছেন মাহমুদউল্লাহ এভাবে, ‘আমরা মোস্তাফিজকে ১৯তম ওভারের জন্য রাখতে চেয়েছিলাম, এ জন্য ওকে পরে আনা। বোলাররা ভালো করেছে, যা ব্যাটসম্যানরা পারেনি।’