আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, দেশে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর হার কমেনি।
রোববার (৮ আগস্ট) প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দোকানপাট আস্তে আস্তে খুলে দিতে হবে। কিন্তু সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মাস্ক পরার বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন যে গণটিকাদান কর্মসূচি চলছে তা ১২ তারিখ পর্যন্ত চলবে, এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে সব কিছুই খুলে দেওয়া হবে সীমিত পরিসরে। সে ক্ষেত্রে গণপরিবহন, অফিস-আদালত সব কিছুই। আগামীকালের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হবে।
অর্থনৈতিক দিকটি মাথায় রেখে ১১ তারিখ থেকে ধাপে ধাপে সব খুলে দেওয়া হবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে- জানান তিনি।
জয়নিউজ/পিডি