খাগড়াছড়িতে বর্মা হত্যা মামলার আসামি আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়িতেইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সদস্য বিরাজ মনি চাকমাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যারা।

- Advertisement -

আটক বিরাজ চাকমা ২০১৮ সালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)এর কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমা (বর্মা) হত্যা মামলায় অন্যতম আসামি। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

সোমবার (৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল দূরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিরাজ মনি চাকমা (৩৮) দীর্ঘদিন যাবৎ দূরছড়ি এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

- Advertisement -islamibank

এব্যাপারে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ জানান, বিরাজ মনি চাকমা নামে একজনকে আটক করেছে শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM