চট্টগ্রামে করোনায় মৃত্যু বাড়ছেই

চট্টগ্রামে আক্রান্ত কমলেও মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৭৭২ জন। এদিন মৃত্যুবরণ করেছেন ১২ জন।

- Advertisement -

বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮৩টি।

- Advertisement -google news follower

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ নমুনা পরীক্ষায় ১৩৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৮৮ নমুনা পরীক্ষায় ১৯২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৬ নমুনা পরীক্ষায় ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০ নমুনা পরীক্ষায় ৮৫ জনেরর করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরনে ২৬৮ নমুনা পরীক্ষায় ৪১ জন, এপিক হেলথ কেয়ারে ১৪০ নমুনা পরীক্ষায় ৪৫ জন এবং এন্টিজেন টেস্টে ৫০৬ নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৯ নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ নমুনা পরীক্ষা করা হয়। তাতে চারজনের শরীরে করোনা মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৪৪ জন মহানগর এলাকায় এবং ৩২৮ জন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM