চট্টগ্রাম করোনা: একদিনে আরো ৯ মৃত্যু, শনাক্ত ৫৮৯

চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু বাড়ছেই। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো ৯ জন। এদিকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৮৮৩টি।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ১০৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৯০৮ নমুনা পরীক্ষায় ৭৬ জন,   চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪ নমুনা পরীক্ষায় ১২৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪০ নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনা পরীক্ষায় ৪১ জন, শেভরনে ৩৩৭ নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিকেল সেন্টারে ২৫ নমুনা পরীক্ষায় ৯ জন, এপিক হেলথ কেয়ারে ১১২ নমুনা পরীক্ষায় ৩৫ জন এবং এন্টিজেন টেস্টে ৩৬০ নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজেটিভ হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২ নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জনের করোনা মিলেছে।

নতুন আক্রান্তের মধ্যে ৩৩৬ জন মহানগর এলাকায় এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM