চট্টগ্রামে গত তিন সপ্তাহের তুলনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৬ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন।
শুক্রবার (১৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪৭টি।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৭ নমুনা পরীক্ষায় ৮০ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৩৩ নমুনা পরীক্ষায় ৮৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৭৭ নমুনা পরীক্ষায় ১০২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৯ নমুনা পরীক্ষায় ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৪০ নমুনা পরীক্ষায় ২০ জন, শেভরনে ২০৭ নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৯ নমুনা পরীক্ষায় ১২ জন, মেডিকেল সেন্টারে ৩৫ নমুনা পরীক্ষায় ১৩ জন ও এপিক হেলথ কেয়ারে ২১৩ নমুনা পরীক্ষায় ৯৬ জন এবং এন্টিজেন টেস্টে ২৯২ নমুনা পরীক্ষায় ৬১ জন করোনাভাইরাস শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ১৫ জন করোনা পজেটিভ হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১ নমুনা পরীক্ষা করা হয়। তাতে কারো শরীরে করোনা মেলেনি।
আক্রান্তদের মধ্যে ৩৬৭ জন মহানগর এলাকায় এবং ২৪৯ জন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/পিডি