চট্টগ্রামে করোনা: একদিনে মারা গেলেন আরো ৫ জন, আক্রান্ত ৪৮৯

চট্টগ্রামে করোনা শনাক্তের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও।  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। সেইসঙ্গে মৃত্যুবরণ করেছেন ৫ জন।

- Advertisement -

রোববার (১৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষায় ১১০ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৩০টি নমুনা পরীক্ষায় ১৪২ জন, চমেক ল্যাবে ৩২৩টি নমুনা পরীক্ষায় ৫৮ জন, সিভাসু ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষায় ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি শেভরন ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষায় ২০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯টি নমুনার মধ্যে ১৪ জন,  এপিক হেলথ কেয়ারে ৫৮টি নমুনার মধ্যে ২৪ জন এবং অ্যান্টিজেন টেস্ট করে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১৮টি নমুনার মধ্যে ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪টি নমুনার মধ্যে ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ২৭৪ জন নগরের এবং উপজেলার ২২৪ জন বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM