আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে তালেবান ইস্যু নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন জো বাইডেন।
ভাষণে জো বাইডেন বলেন, দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে। আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের।
তবে, জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে এমন অভিযোগ নিজ দেশেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
জয়নিউজ/পিডি