নিজেদের রক্ষায় আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে তালেবান ইস্যু নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন জো বাইডেন।

- Advertisement -google news follower

ভাষণে জো বাইডেন বলেন, দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে। আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের।

- Advertisement -islamibank

তবে, জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে এমন অভিযোগ নিজ দেশেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM