বাংলা সাইনবোর্ড নিশ্চিত করতে চসিকের অভিযান

আদালতের নির্দেশে বাংলা ভাষার সাইনবোর্ড নিশ্চিত করতে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
নগরের আন্দরকিল্লা, কেসিদে রোড, বকশিরহাট ও সিনেমা প্লেস এলাকায় বাংলা ছাড়া যেসব প্রতিষ্ঠান বিদেশি ভাষায় সাইনবোর্ড স্থাপন করেছে সেসব প্রতিষ্ঠানের সাইনবোর্ড কালি লাগিয়ে মুছে দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে সাইনবোর্ড বাংলায় স্থাপন করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে চসিকের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে আহ্বান জানানো হয়, ছয় মাসের মধ্যে সাইনবোর্ড বাংলায় লেখার। সাইনবোর্ডে বিদেশি ভাষা ব্যবহার করতে হলে অবশ্যই তা বাংলা থেকে ছোট হতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও বাংলায় নতুন অথবা নবায়ন করতে বলা হয়।
এ ব্যাপারে নগরপিতা আ জ ম নাছির উদ্দীন জয়নিউজকে বলেন, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ অন্যান্য ক্ষেত্রে সাইনবোর্ডসমূহ বাংলায় লেখার। আমাদের সবার উচিত হাইকোর্টের প্রতি সম্মান জানিয়ে এ নির্দেশ পালন করা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM