চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। তবে শঙ্কার বিষয় হলো, এদিন মারা যাওয়াদের মধ্যে ৮ জন উপজেলার বাসিন্দা। যা নগরের মৃত্যুর তুলনায় ৪ গুণ বেশি। আগে শনাক্তের ৯০ ভাগই নগরের থাকলেও সাম্প্রতিক সময়ে গ্রামেও উচ্চহারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
একই সময়ে ১ হাজার ৯১৭ নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩০১ জন। যাদের মধ্যে ১৬১ জন নগরের এবং ১৪০ জন উপজেলার বাসিন্দা রয়েছেন।শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।
শুক্রবার (২০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০০ নমুনা পরীক্ষায় ৬৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯২৬ নমুনা পরীক্ষায় ১০৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৯ নমুনা পরীক্ষায় ৩৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪১ নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ১২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ৫ জন, আরটিআরএল ল্যাবে ১৩ নমুনা পরীক্ষায় ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ নমুনা পরীক্ষায় ৭ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৭ নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজে ৮ নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
জয়নিউজ/পিডি