বিধিমালা চূড়ান্ত হলেই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জমা পড়া ২২ হাজার আবেদনের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ারুল হক।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) ৬ষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি জানান, ইতিমধ্যে ভূমি কমিশনের বিধিমালার খসড়া তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এই খসড়ার উপর সংশোধনী দেয়ায় তা চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। এই বিধিমালা প্রণীত হলে ভূমি কমিশনে জমা পড়া বিরোধ সংক্রান্ত ২২ হাজার আবেদনের শুনানি শুরু হবে।
বৈঠকে পার্বত্য ভূমি, বিরোধ নিস্পত্তিতে কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা ছাড়াও বান্দরবান ও খাগড়াছড়িতে শাখা অফিস স্থাপনের সিদ্ধান্ত হয় বলেও জানা গেছে। কমিশনের সদস্য সন্তু লারমা জানান, বিধি প্রণয়ন ছাড়া কমিশনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।
এর আগেই রাঙামাটি সার্কিট হাউজে আড়াই ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক। এতে কমিশনের অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, চাকমা সার্কেলের প্রধান রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেলের প্রধান উ চ প্রু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, মং সার্কেলের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
জয়নিউজ/জুলফিকার