রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
বুধবার (২৫ আগস্ট) ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, সকাল ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ ও মুরাদপুরসহ নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।
ডিসি রোডের বাসিন্দা সাহেদ মুরাদ জয়নিউজকে বলেন, ডিসি রোড ও বাসার আঙিনায় এক হাঁটু পানি উঠেছে। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে পানিও বাড়ছে। নালা ও খালে প্রতিবন্ধকতা থাকায় এই পানি উঠেছে বলে তিনি মনে করেন।
ইমরান ইমু নামের এক অফিসগামী যাত্রী বলেন, সকাল থেকেই নগরীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসে যেতে খুবই কষ্ট হচ্ছে সেই সঙ্গে ভাড়াও বেশি লাগছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত। যা আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।
জয়নিউজ/হিমেল/পিডি