করোনা: ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮০ জনের মৃত‌্যু হয়েছে। ৬৩ দিনের মধ্যে একশর নিচে নামল মৃত্যু। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ৯২৬ জন।

- Advertisement -

সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়ায় গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন।

- Advertisement -google news follower

২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

- Advertisement -islamibank

এ সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রাম বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৯ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM