বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুতে সম্মতি দিয়েছে ভারত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ।
এই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এক চিঠিতে ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে, পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করা যাবে না। বাংলাদেশ থেকে যারা ভারত যাবেন তাদেরকে নিজ খরচে ভারতের বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে। দেশটি তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ভারতের পক্ষ থেকে বেবিচককে এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নিতে অনুরোধ জানানো হয়।
জয়নিউজ/এসআই